ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৭ মে) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা লজ্জাজনক’।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা ওভাল অফিসের দরজা দিয়ে ঢোকার সময়ই খবরটা শুনেছি।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি আশা করি, এটা দ্রুত শেষ হয়ে যাবে।’
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক কঠোর বিবৃতি ভারতকে ‘কাপুরুষোচিত আক্রমণকারী’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘বিশ্বাসঘাতক শত্রু’ (ভারত) পাকিস্তানের পাঁচটি স্থানে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এই ‘জঘন্য আগ্রাসনের’ সমুচিত জবাব দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শরীফ স্পষ্ট ভাষায় বলেন, ‘এই ন্যক্কারজনক ভারতীয় হামলার কঠোর প্রতিক্রিয়া জানানোর পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে এবং সেই প্রতিক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।’
শেহবাজ শরীফ আরও বলেন, ‘সমগ্র জাতি তাদের সশস্ত্র বাহিনীর পেছনে ঐক্যবদ্ধ এবং আমাদের মনোবল ও সংকল্প অটুট। আমাদের চিন্তা ও দোয়া পাকিস্তানের সাহসী অফিসার ও জওয়ানদের সঙ্গে রয়েছে।’