পাকিস্তানি আকাশসীমা এড়িয়ে চলছে ফ্রান্স-জার্মানির বিমান সংস্থা

প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার জেরে এয়ার ফ্রান্স ও জার্মানির লুফথানসার মতো আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো পাকিস্তানি আকাশসীমা এড়িয়ে চলছে। বিমান সংস্থা ও ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
আজ মঙ্গলবার (৬ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারত ইতোমধ্যেই পাকিস্তানি বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও তাদের প্রতিবেশী দেশ ভারতের মালিকানাধীন বা পরিচালিত বিমান সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। একইসঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত ও ভারতীয়দের জন্য বিশেষ ভিসা প্রদানও বন্ধ রেখেছে ইসলামাবাদ। তবে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
লুফথানসা গ্রুপ রয়টার্সকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লুফথানসা গ্রুপের অন্তর্ভুক্ত সকল বিমান পাকিস্তানি আকাশসীমা সম্পূর্ণরূপে এড়িয়ে চলবে।’
অন্যদিকে পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি) এই বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।
তবে ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, ব্রিটিশ এয়ারওয়েজ, সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইন্স ও এমিরেটসের বেশ কিছু ফ্লাইট আরব সাগরের ওপর দিয়ে যাত্রা করার পর পাকিস্তানি আকাশসীমা এড়িয়ে যেতে উত্তরে দিল্লির দিকে বাঁক নিচ্ছে।

ব্রিটিশ এয়ারওয়েজ ও আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস তাৎক্ষণিকভাবে এই বিষয়ে মন্তব্যের জন্য করা অনুরোধের জবাব দেয়নি।
এয়ার ফ্রান্স এক বিবৃতিতে জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ‘সাম্প্রতিক উত্তেজনার ক্রমবৃদ্ধির’ কারণে ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিমান সংস্থাটি পাকিস্তানের আকাশপথ ব্যবহার করা স্থগিত করেছে।’
বিমান সংস্থাটি দিল্লি, ব্যাংকক ও হো চি মিন সিটির মতো গন্তব্যের ফ্লাইটের সময়সূচি এবং রুট পরিবর্তন করছে, যার ফলে এসব ফ্লাইটের যাত্রাপথে অতিরিক্ত সময় লাগছে।