বিশ্বে প্রভাবশালী ১০০ জনের একজন ড. ইউনূস
যুক্তরাষ্ট্রের অন্যতম প্রসিদ্ধ ও জনপ্রিয় টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ‘লিডার’ বা ‘নেতা’ ক্যাটাগরিতে তাকে এই সম্মান দেয় ম্যাগাজিনটি।
টাইমের প্রতিবেদনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রোফাইলে বলা হয়েছে, গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার প্রধানমন্ত্রীর পতনের পর একজন পরিচিত নেতা হিসেবে জাতিকে গণতন্ত্রে উত্তরণের পথে নেতৃত্ব দিতে ক্ষমতায় আসেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
কয়েক দশক আগে ড. ইউনূস বাংলাদেশের লাখ লাখ প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। প্রান্তিক এই জনগোষ্ঠীর ৯৭ শতাংশই ছিলেন নারী। অধ্যাপক ইউনূস এসব নারীকে তাদের ব্যবসা প্রতিষ্ঠা করতে, তাদের পরিবারকে টিকিয়ে রাখতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করেছিলেন।
বর্তমানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার দেশের ডাকে আরেকবার সাড়া দিয়েছেন। নির্যাতন-নিপীড়নের ছায়া থেকে দেশকে মুক্ত করতে রক্ষাকারী নেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। ড. ইউনূস মানবাধিকার পুনপ্রতিষ্ঠায় কাজ করছেন, চাইছেন দায়বদ্ধতা ফিরিয়ে আনতে এবং একটি ন্যায্য ও মুক্ত সমাজ গঠনের ভিত্তি প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত করেছেন।

টাইমের দৃষ্টিতে ছয়টি ক্যাটাগরিতে এই ১০০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এই ছয় ক্যাটাগরি হলো-আর্টিস্ট, আইকন, লিডার, টাইটান্স, পাইওনিয়ার এবং ইনোভেটর।
লিডার ক্যাটাগরিতে অধ্যাপক ইউনূসের পাশাপাশি রয়েছে কিয়ার স্টারমার, ক্লউদিয়া শেনবাউম, ডোনাল্ড ট্রাম্প, মারিয়া কোরিনা মাসাদো, ইলন মাস্ক, হাওয়ার্ড লুটনিক, জেডি ভান্সসহ আরও বেশ কয়েকজন বিশ্ব নেতার নাম।