চীনের গুপ্তচরবৃত্তির হুমকি নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বললেন, টিকটক ‘থাকবে’

ব্যবহারকারীদের ওপর গুপ্তচরবৃত্তির জন্য চীনা সরকারের সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক ব্যবহারের হুমকিকে গুরুত্বহীন বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।
ট্রাম্প বলেছেন, অ্যাপটি ‘থাকবে’ এবং গুপ্তচরবৃত্তির জন্য চীনে তৈরি অন্যান্য পণ্য খুব সহজেই ব্যবহার করা যেতে পারে।
ফক্স নিউজে শন হ্যানিটির সঙ্গে একটি মুক্ত সাক্ষাৎকারে টিকটকের বিষয়ে কথা হয় ডোনাল্ড ট্রাম্পের। সুপ্রিম কোর্ট নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল রাখায় অ্যাপটি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গিয়েছিল। এরপর ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। যার মাধ্যমে টিকটককে ৭৫ দিনের সময়সীমা বৃদ্ধি করা হয়।
ট্রাম্প হ্যানিটিকে বলেন, ‘আমি মনে করি, টিকটক টিকে থাকবে।’
চীনা সরকার মার্কিন নাগরিকদের ওপর গুপ্তচরবৃত্তি করার জন্য এই অ্যাপটি ব্যবহার করছে কিনা এই আশঙ্কা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, ‘আপনি চীনের তৈরি সবকিছু সম্পর্কে এটি বলতে পারেন। আমাদের টেলিফোনগুলো চীনে তৈরি।’

ট্রাম্প আরও বলেন, টিকটক ব্যবহারকারীরা মূলত তরুণ। তিনি হ্যানিটিকে জিজ্ঞাসা করেন, ‘পাগলাটে ভিডিও দেখার জন্য ছোট বাচ্চাদের ওপর গুপ্তচরবৃত্তি করা কি এত গুরুত্বপূর্ণ?’ হ্যানিটি উত্তর দেন, তিনি চান না যে চীন কারও ওপর গুপ্তচরবৃত্তি করুক।
ট্রাম্প তখন উত্তর দেন, ‘তারা তোমার টেলিফোন বানায়, তারা তোমার কম্পিউটার বানায়, এটা কি আরও বড় হুমকি নয়?’