মালয়েশিয়ায় নৌবাহিনীর দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০ 

মালয়েশিয়ার পেরাক রাজ্যের লুমুতে মঙ্গলবার দুটি সামরিক হেলিকপ্টার সংঘর্ষের পর দুর্ঘটনাস্থলে কাজ করছেন উদ্ধারকারীরা। ছবি : এএফপি

মালয়েশিয়ার নৌবাহিনীর কুচকাওয়াজের জন্য একটি সামরিক মহড়া চলাকালে মাঝ আকাশে দুটি নৌবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ার লুমুত শহরে নৌবাহিনীর ঘাঁটি এলাকায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, আকাশে উড্ডয়নরত দুটি হেলিকপ্টার একে অপরকে ধাক্কা দিয়ে ভূমিতে আছড়ে পড়ে। দুর্ঘটনা কবলিত হেলিকপ্টার দুটির কেউ বেঁচে নেই।

রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, ভুক্তভোগীরা সবাই ঘটনাস্থলে নিহত হয়েছেন। মরদেহগুলো শনাক্ত করতে লুমুত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হবে।

এইচওএম এম৫০৩-৩ মডেলের একটি হেলিকপ্টারে সাতজন আরোহী ছিলেন। এটি ট্র্যাকে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফেনেক এম৫০২-৬ মডেলের অপরটিতে তিনজন আরোহী ছিলেন। এটি একটি সুইমিং পুলে বিধ্বস্ত হয়।

দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে ঘটনাটি সম্পর্কে অবগত হয়।

গত মার্চে মালয়েশিয়ার কোস্ট গার্ডের একটি প্রশিক্ষণ হেলিকপ্টার দেশটির আংসা দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়। পরে হেলিকপ্টারটির পাইলট, কো-পাইলট ও দুই যাত্রীকে উদ্ধার করে জেলেরা।