ইসরায়েলকে সংযত থাকার আহ্বান পশ্চিমা মিত্রদের
ইসরায়েলের প্রতি প্রতিশোধ নিতে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের মন্ত্রিসভা ইরানের এই হামলার প্রেক্ষিতে দ্বিতীয় দিনের মতো বৈঠক করেছে। যদিও হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে সংযত থাকার আহ্বান পশ্চিমা মিত্ররা। খবর ওয়াশিংটন পোস্টের।
এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো প্রতিশোধমূলক হামলায় অংশ নেবে না। যদিও বিশ্ব নেতারা ইরানের হামলার নিন্দা জানিয়েছে এবং বৃহত্তর সংঘাত এড়াতে সংযমের আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলের যুদ্ধবিষয়ক মন্ত্রিসভা হামলার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে আজ সোমবার (১৫ এপ্রিল) আবার বৈঠক করেছে। সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেছেন, ‘ইসরায়েল তার সমস্ত বিকল্প পন্থা ধরে রেখেছে।’
যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং জর্ডান তেহরানের উৎক্ষেপণ করা শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে ইসরায়েলকে সহায়তা করেছে। অন্যদিকে, ইসরায়েলের ওপর ইরানের নজিরবিহীন হামলার বিষয়ে আলোচনার জন্য গতকাল রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করেছে।
ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি কাউন্সিলকে বলেছেন, তেহরান উত্তেজনা চায় না। এমনকি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছা তাদের নেই। যদিও ইসরায়েলের প্রতিনিধি বলেছেন, ইরান সীমা অতিক্রম করেছে।