অস্ত্রের অভাবে পশ্চিমাদের ওপর ক্ষোভ ঝাড়লেন জেলেনস্কি
খারকিভ শহরের ওপর রাশিয়ার বেড়ে চলা হামলার মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি পশ্চিমা জগতের ‘উদাসীনতা' সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেছেন৷ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রিপাবলিকান দলের অবস্থান বদলের আবেদন জানিয়েছেন৷
রাশিয়ার লাগাতার হামলার মুখে কোণঠাসা ইউক্রেন আত্মরক্ষার জন্য যথেষ্ট অস্ত্র ও গোলাবারুদের অভাবে অসহায় বোধ করছে৷ বিশেষ করে দেশের পূর্বে খারকিভ শহরের উপর রাশিয়ার আক্রমণ বেড়ে চলেছে৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি নিজে অবস্থা পর্যবেক্ষণ করতে সেখানে গেছেন৷
জার্মানির বিল্ড ও অন্যান্য কয়েকটি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমা জগতের পক্ষ থেকে যথেষ্ট সামরিক সহায়তার অভাব সম্পর্কে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন৷ ভোলোদোমির জেলেনস্কি বলেন, সহযোগী দেশগুলোর কাছে এমন কিছু অস্ত্র আছে, যা ইউক্রেনের অস্তিত্বের খাতিরে এখনই প্রয়োজন৷ কেন সেই অস্ত্র ইউক্রেনের হাতে তুলে দেওয়া হচ্ছে না, তা বুঝতে পারছি না৷
বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেম ও গোলাবারুদের অভাব সম্পর্কে জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করেন৷ এ প্রসঙ্গে জেলেনস্কি জার্মানির কাছ থেকে দূরপাল্লার টাউরুস ক্ষেপণাস্ত্র পাওয়ার আশা প্রকাশ করেন৷
উল্লেখ্য, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বার বার সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন৷ জার্মানির স্প্রিঙ্গার মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকির কারণেই জার্মান চ্যান্সেলর শলৎস সে দেশের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ইউক্রেনকে দিতে ভয় পাচ্ছেন৷
জেলেনস্কি মার্কিন কংগ্রেসে আটকে থাকা বিশাল অংকের সামরিক সহায়তা প্যাকেজ দ্রুত অনুমোদনেরও আশা ছাড়ছেন না৷ তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জানিয়েছেন, যা তিনি গ্রহণও করেছেন৷ তবে এখনো সেই সফরের কোনো দিনক্ষণ স্থির করা হয়নি৷ জেলেনস্কি অবশ্য ট্রাম্পের শান্তি প্রস্তাব সম্পর্কে সংশয় প্রকাশ করেছেন৷ পশ্চিমা জগতের কাছ থেকে আধুনিক অস্ত্র পেলে তিনি যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাস দেখাচ্ছেন৷ রাশিয়ার হাত থেকে অধিকৃত ভূখণ্ড পুনরুদ্ধার করতে জেলেনস্কি আবার এক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছেন৷
ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় বিরোধী রিপাবলিকান দলের উদ্দেশে সংসদের নিম্নকক্ষে ইউক্রেনের জন্য সহায়তার প্রস্তাব দ্রুত অনুমোদনের আবেদন জানিয়েছেন৷ সোমবার তিনি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নৈশভোজ করেন৷ ‘ব্যক্তিগত’ সেই সাক্ষাতের সময় তিনি ন্যাটোর ভবিষ্যৎ ও অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন৷ রিপাবলিকান দলের অন্যান্য কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করলেও সংসদের নিম্নকক্ষের স্পিকার মাইক জনসনের সঙ্গে তিনি কথা বলার সুযোগ পাননি৷ ক্যামেরন বলেন, যুক্তরাষ্ট্রের বন্ধু হিসেবে তিনি সে দেশের স্বার্থেই ইউক্রেনের জন্য সহায়তার আর্জি জানাচ্ছেন৷ তাঁর মতে, পশ্চিমা জগত তাদের সহযোগীদের কতটা সহায়তা করছে, তেহরান, এই মুহূর্তে পিয়ংইয়ং ও বেইজিং-এর মতো শহরে সবাই তা পর্যবেক্ষণ করছে৷ এই বেআইনি ও প্ররোচিত হামলা মোকাবিলা করতে ইউক্রেনকে যথেষ্ট সহায়তা দেওয়া হচ্ছে কিনা, সে দিকে অন্যদেরও নজর থাকবে৷