১১ বছর কোমায় থাকার পর জ্ঞান ফিরল গুজরাটের নারীর!
১১ বছর ধরে কোমায় ছিলেন এক এক ভারতীয় নারী। অবশেষে তিনি সাড়া দিলেয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।অবাক করার মতো ঘটনা হলেও এটাই নাকি সত্যি।
প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এটি সিনেমাটিক। ৪৫ বছরের নারী কলকাতায় ১১ বছরের কোমা থেকে জেগে ওঠেন। তারপর প্রত্যন্ত পঞ্চমহলের গোধরা তালুকের ভামাইয়া গ্রামে বসবাসকারী তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। তার নাম গীতা বড়িয়া।
জানা গেছে, গীতা বড়িয়াকে খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল তার পরিবার। ২০১৩ সালে নিখোঁজ হন তিনি। এরপর হঠাৎই কলকাতার একটি মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে গীতার বাড়িতে কল করা হয়। আরও জানা গেছে, ২০১৩ সালে নিখোঁজ হওয়ার পর থেকে তিনি কোমায় ছিলেন।
সম্প্রতি কিছুটা সুস্থ হওয়ায়, তার কাছ থেকে পরিবার সম্পর্কে বিস্তারিত জানেন হাসপাতাল কর্তৃপক্ষ। দু’দিন আগে কলকাতার ওই মানসিক হাসপাতাল থেকে পঞ্চম হল পুলিশের যোগাযোগ করা হয়। তাতেই জানা যায়, এতদিন কোমায় ছিলেন গীতা। সঙ্গে সঙ্গে পঞ্চমহল জেলা পুলিশও উদ্যোগ নেয়।
পুলিশের পরিদর্শক প্রবীণ অশোদা বলেছেন, ‘পরিবারের সঙ্গে জেলা পুলিশের একজন কর্মী বৃহস্পতিবার ট্রেনে কলকাতা যাবেন। জেলা প্রশাসন মানবিক কারণে তাদের যাতায়াতের ব্যবস্থা করেছে…আনুষ্ঠানিকতা শেষ করে তারা গীতা বড়িয়াকে তার গ্রামে ফিরিয়ে আনবে।’