অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে ব্যবহৃত জাহাজ আটকে রেখেছে ইতালি
সাগরে আটকেপড়া অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে কাজ করে উদ্ধারকারী জাহাজ ওশান ভাইকিংস। সেই জাহাজটিতে ২০ দিন আটকে রেখেছে ইতালি কর্তৃপক্ষ। লিবিয়ার উপকূল থেকে কয়েক ডজন মানুষকে উদ্ধারের পর নির্ধারিত রুট অনুসরণ না করার অভিযোগে মূলত জাহাজটিকে আটক রাখা হয়। গতকাল রোববার (৩১ ডিসেম্বর) জাহাজটির পরিচালনাকারীরা এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, মার্সেইলেভিত্তিক বেসরকারি সংস্থা এসওএস মেডিটেরানির উদ্ধারকারী জাহাজ ওশান ভাইংকিং। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এসওএস মেডিটেরানি জানায়, গত দুই মাসে দুবার জাহাজটিকে আটকে রেখেছিল ইতালি। মূলত পেইন্তেদোসি ডিক্রি আইন ভঙ্গের অভিযোগেই মানবিক কাজে ব্যবহৃত জাহাজটিকে আটকে রাখা হয়। ওই পোস্টে সংস্থাটি লেখে, ‘ভূমধ্যসাগর থেকে অভিবাসনত্যাশীদের উদ্ধারে জাহাজটিকে সাজা দেওয়া হচ্ছে।’
মার্সেইলেভিত্তিক বেসরকারি সংস্থাটি জানিয়েছে, ২৪৪ জন অভিবাসনপ্রত্যাশীকের উদ্ধার করে ওশান ভাইকিংস। যার মধ্যে অভিভাবকহীন ১৮ শিশু রয়েছে। এর মধ্যে চার শিশুর বয়স চার বছরের নিচে। এই উদ্ধার কাজ চালানোর পরই জাহাজটিকে ইতালির বারি বন্দরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
বারি বন্দরে যাওয়ার সময় অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা থেকে সাহায্যের সংকেত পায় ওশান ভাইকিংস জাহাজ। জাহাজটি থেকে ১৫ নটিক্যাল মাইল বা ২৮ কিলোমিটার দূরে থাকা নৌকাটিতে অন্তত ৭০ অভিবাসনপ্রত্যাশী ছিল।
এসওএস মেডিটেরানি এএফপিকে বলেন, দুর্দশাগ্রস্ত লোকদের সাহায্য করার জন্য অন্য একটি জাহাজ যাচ্ছে আমাদের এমন কোনো ইঙ্গিত তাদের দেওয়া হয়নি। মূলত আমাদের কাছে উদ্ধারের জন্য যাওয়া ছাড়া অন্য বিকল্প কোনো পথ খোলা ছিল না। হয়তো এর জন্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে।’
সবশেষে উদ্ধারকারী জাহাজটি অভিবাসনপ্রত্যাশীদের সাহায্য করতে পেরেছে কিনা তা জানা যায়নি। এমনকি, জাহাজটি উদ্ধার কাজ চালানোর মতো অবস্থায় ছিল কিনা তা জানায়নি।
এসওএস মেডিটেরানি জানিয়েছে, গত ১৫ নভেম্বর ইতালি কর্তৃপক্ষ ওশান ভাইকিংস জাহাজকে ২০ আটকে রাখার কথা জানায়। পাশাপাশি তিন হাজার ৩০০ ইউরো (ইউরোপের মুদ্রা) জরিমানা করে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যমতে, গত বছরের জানুয়ারি থেকে বছরের শেষ পর্যন্ত ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছে দুই হাজার ৬৭৮ অভিবাসনপ্রত্যাশী।