ফ্রান্সে আইফোন-১২ বিক্রি বন্ধের নির্দেশ
উচ্চমাত্রার বিকিরণের (রেডিয়েশন) কারণে ফ্রান্সে অ্যাপলের আইফোন-১২ সিরিজের মোবাইল ফোন বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রক সংস্থা এএনএফআর বলেছে, ‘পরীক্ষায় দেখা গেছে, ওই মডেলের ফোনটি অনুমোদনের চেয়ে বেশি ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ নির্গমন করছে। মডেলটি মানুষের শরীরের সংবেদনশীলতার চেয়ে বেশি রেডিয়েশন করছে।’ খবর এএফপির।
এএনএফআর জানিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে আইফোন ১২ মডেলের ফোনটি দেশের বাজার থেকে সরিয়ে নেওয়া জন্য অ্যাপলকে বলা হয়েছে। পরীক্ষা করে দেখা গেছে, ফোনটি হাতে ধরে রাখার সময় বা পকেটে রাখার সময় শরীরের প্রতি কিলোগ্রামে পাঁচ দশমিক ৭৪ ওয়াট ইলেক্ট্রোম্যাগনেটিক শক্তি শোষণ করে।’ ইউরোপের মান অনুযায়ী, এ পরীক্ষায় প্রতি কিলোগ্রামে সর্বোচ্চ চার ওয়াট থাকা উচিত।
ফরাসি নিয়ন্ত্রক সংস্থাটি এক বিবৃতিতে বলা হয়, ‘ইতোমধ্যে ফ্রান্সের বাজারে বিক্রি হওয়া ফোনগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে হবে। অন্যথায়, ওই মডেলের ফোনগুলো তাদের ফেরত নিতে হবে। এছাড়া নির্দেশনার পরেও ফোনগুলো বাজারে বিক্রি হচ্ছে কি না, তা আমাদের এজেন্ট দিয়ে নজরদারি করা হবে।’
বিষয়টি নিয়ে অ্যাপলের সঙ্গে এএফপি যোগাযোগ করলে তারা এএনএফআরের ফলাফলকে বিতর্কিত বলে দাবি করেছে। একাধিক নিরপেক্ষ বিশ্লেষণের তথ্য উপস্থাপন করে অ্যাপল বলেছে, ‘আমরা ফ্রান্সের নিয়ন্ত্রক সংস্থা এএনএফআরের সঙ্গে কাজ করব।’
এএফপি জানায়, ‘ফ্রান্সের কর্মকর্তারা এমন দিনে খবরটি সামনে আনলেন, যেদিন কোম্পানিটি আইফোন-১৫ সিরিজের ফোন উন্মোচন করেছে। আইফোনের নতুন এই মডেলে অত্যাধিক জনপ্রিয় টাইপ ‘সি’ চার্জার (ইউএসবি-সি) ব্যবহার করা যাবে।