নাহেলের হত্যাকারী সেই পুলিশ কর্মকর্তার জন্য ১০ লাখ ডলার অনুদান
কিশোর নাহেল হত্যায় উত্তাল গোটা ফ্রান্স। দেশটি জুড়ে চলছে বিক্ষোভ। হত্যায় জড়িত অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছে বিক্ষোভকারীরা। তবে, সেই অভিযুক্ত পুলিশ কর্মকর্তার জন্য অনুদান ওঠেছে ১০ লাখ মার্কিন ডলারের বেশি। আজ সোমবার (৪ জুলাই) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
জিন মেসিহা নামের এক ফরাসি নাগরিকের উদ্যোগেই অভিযুক্ত পুলিশ কর্মকর্তার জন্য এই অনুদানের অর্থ উঠেছে। ফ্রান্সের কট্টর ডানপন্থী রাজনৈতিক মেরিনে লি পেনের উপদেষ্টা হিসেবে কাজ করতে মেসিহা। গো ফান্ড মি ওয়েবসাইটে পুলিশ কর্মকর্তার জন্য অনুদান জন্য প্রচারণা চালান ওই ফরাসি নাগরিক। আজ পর্যন্ত তার জন্য ওঠেছে নয় লাখ ৬৩ হাজার ইউরো (ইউরোপের মুদ্রা) বা ১০ লাখ পাঁচ হাজার ডলার।
গত ২৭ জুন উত্তর আফ্রিকার বংশোদ্ভূত ১৭ বছর বয়সী নাহেলকে গুলি হত্যা করে ওই পুলিশ কর্মকর্তা। প্যারিসের উপকণ্ঠ নানতেরেতে ট্রাফিক আইন ভাঙার অভিযোগে তার সঙ্গে এমনটি করা হয়। হলুদ মার্সিডিজ চালাচ্ছিলেন ওই কিশোর। পুলিশ অবশ্য প্রথমে জানিয়েছিল, ১৭ বছর বয়সী ওই কিশোর পুলিশের এক কর্মকর্তাকে লক্ষ্য করে গাড়ি চালিয়ে দিয়েছিল। তাকে থামানোর জন্য গুলি করা হয়।
নাহেল হত্যায় টানা ছয় দিন ধরে ফ্রান্সজুড়ে বিক্ষোভ চলছে। সম্প্রতি পুলিশ কর্মকর্তার জন্য অনুদান তোলা প্রসঙ্গে নাহেলের নানি বলেন, ‘আমার হৃদয় ব্যথা করছে।’
প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, নাহেলের মৃত্যু ফ্রান্সের জাতিগত সংখ্যালঘু জনসংখ্যার ওপর পুলিশের বর্বরতার অভিযোগ নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। ইউরোপের দেশটির দীর্ঘ ইতিহাসে এমনটি বার বার হতে দেখা গেছে।
এদিকে, পুলিশ কর্মকর্তার জন্য অনুদান তোলার মেসিহার উদ্যোগের নিন্দা জানিয়েছে মধ্যপন্থী এবং বামপন্থী রাজনীতিবিদরা। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর রাজনৈতিক দল এন মার্চ পার্টির এরিক বোথোরেল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে লেখেন, ‘মেসিহা আগুনে ফুঁ দিচ্ছে। এতে করে দাঙ্গা আরও বাড়বে। নাহেল হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার জন্য কয়েক লাখ ইউরো অনুদান আসা অশোভন ও কলঙ্কজনক।’
সোশ্যালিস্ট পার্টির ওলিভার ফাওরে গো ফান্ড মি ওয়েবসাইটকে পুলিশ কর্মকর্তার জন্য অনুদান তোলার ব্যবস্থাকে বন্ধের অনুরোধ করেছেন। একইসঙ্গে ওয়েবসাইটটি লজ্জাজনক কাজ করছে বলেও জানান এই রাজনীতিবিদ। এক টুইট বার্তায় ওলিভার লেখেন, ‘ইচ্ছাকৃতভাবে হত্যা করা একজন অভিযুক্তের সমর্থনে অংশ নিয়ে আপনারা ইতোমধ্যে দূরত্বের জন্ম দিয়েছেন। এগুলো বন্ধ করুন।’
এদিকে, বিক্ষোভের জেরে রোববার রাতে ১৬০ জনকে গ্রেপ্তার করেছে ফ্রান্সের পুলিশ। এর আগের দিন রাতে এই সংখ্যা ছিল সাতশর ঘরে। আর গত শুক্রবার এক হাজার ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়।
বিক্ষোভ বন্ধ করতে বিক্ষোভকারীদের আহ্বান জানিয়েছেন নাহেলের নানি নাদিয়া। বিএফএম টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘থামো, দাঙ্গা করো না। জানালা ভেঙ না। স্কুলে ও বাসে হামলা চালিও না। মায়েরা বাসে যান, মায়েরাই বাইরে হাঁটেন। নাহেল মারা গেছে, যা হবার তা হয়ে গেছে।’