Beta

‘জ্বালানি ছাড়াই’ চলছিল বিধ্বস্ত বিমানটি

০১ ডিসেম্বর ২০১৬, ০৮:৫৪

বিবিসি
কলম্বিয়ায় বিধ্বস্ত ব্রাজিলের ফুটবল দলবাহী বিমানটি জ্বালানি ছাড়াই চলছিল বলে এক অডিওতে জানা গেছে। ছবি : সিএনএন

কলম্বিয়ায় বিধ্বস্ত ব্রাজিলের ফুটবল দল চ্যাপেকোয়েন্সের সদস্যদের বহনকারী বিমানটি ‘জ্বালানি ছাড়াই’ চলছিল।

দুর্ঘটনার পর ফাঁস হওয়া একটি অডিও থেকে এমন তথ্য জানা গেছে।

ওই অডিও থেকে জানা যায়, বৈদ্যুতিক গোলযোগ ও জ্বালানি স্বল্পতার বিষয়টি বারবার জানানো হচ্ছিল। বিমানের একজন পাইলট সেটি শুনে থাকতে পারেন।

সোমবার দিবাগত রাতে কলম্বিয়ার মেডেলিনে যাওয়ার পথে বিধ্বস্ত হওয়া বিমানটিতে ৭৭ যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে প্রাণে বেঁচেছেন মাত্র ছয়জন।

বুধবার সন্ধ্যায় মেডিলিনে ফাইনাল ম্যাচে অংশ নেওয়ার কথা ছিল বিমানে থাকা চ্যাপেকোয়েন্স দলের। সেই ম্যাচে আনন্দে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন সমর্থকরা। কিন্তু আকস্মিক এক দুর্ঘটনায় আনন্দের বদলে বেদনার সমব্যথী হতে মাঠে হাজির হয়েছিলেন তারা।

মেডেলিনের যে স্টেডিয়ামে চ্যাপেকোয়েন্স ও অ্যাটলেটিকো মেডেলিনের ম্যাচটি হওয়ার কথা ছিল, সেখানে প্রজ্বালিত মোমবাতি নিয়ে হাজির হন হাজার হাজার সমর্থক।

এ ছাড়া ব্রাজিলের চ্যাপেকো এলাকার স্টেডিয়ামেও হাজার হাজার মানুষ নিহত ব্যক্তিদের স্মরণে কালো ব্যাজ ধারণ করে। দুই স্টেডিয়ামই কানায় কানায় পূর্ণ ছিল।

এদিকে বিমান দুর্ঘটনায় নিহত ফুটবলারদের প্রতি শোক প্রকাশ করেছেন মেসি, পেলেসহ ক্রীড়া অঙ্গনের বিভিন্ন তারকা।

Advertisement