Beta

মোজাম্বিকে তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৭৩

১৮ নভেম্বর ২০১৬, ১০:০৩

বিবিসি
মোজাম্বিকে একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন। ছবি : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

আফ্রিকার দেশ মোজাম্বিকে একটি তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন।

ট্যাঙ্কারটি দেশটির মালাওয়ি থেকে বন্দর শহর বেইরায় জ্বালানি তেল নিয়ে যাচ্ছিল।

সরকারি বিবৃতি অনুযায়ী, দেশটির তেলে প্রদেশের মালাওয়ি সীমান্তের নিকটবর্তী কাফিরিজাং গ্রামে এ বিস্ফোরণ হয়। গ্রামটির বাসিন্দারা ট্যাঙ্কারটি থেকে পেট্রল নেওয়ার চেষ্টা করলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

মোজাম্বিকের তথ্য মন্ত্রণালয়ের পরিচালক জোয়াও ম্যানাসেস জানান, স্থানীয় বাসিন্দাদের আক্রমণের ফলেও এ ঘটনা ঘটতে পারে। তিনি ঘটনাটি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিদর্শন করতে যাবেন সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা।

মোজাম্বিক পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। দেশটিতে প্রায় দুই কোটি ৪০ লাখ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে।

১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা পায় মোজাম্বিক। এরপর দীর্ঘ ১৬ বছর দেশটিতে গৃহযুদ্ধ চলে। ১৯৯২ সালে গৃহযুদ্ধ শেষ হলেও তার প্রভাব এখনো দেশটির সামাজিক ও অর্থনৈতিক খাতে রয়েছে।

Advertisement