ইসরায়েলের সত্যিকারের বন্ধু ট্রাম্প : নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ‘সত্যিকারের বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গতকাল বুধবার ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন নেতানিয়াহু।
দ্য টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, নির্বাচনে জয় পাওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন নেতানিয়াহু। এ সময় ট্রাম্পের সঙ্গে একসঙ্গে কাজ করার আশাবাদও ব্যক্ত করেছেন তিনি। সেই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তি নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়।
এ সময় নেতানিয়াহু বলেন, ‘আমি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ জোটের কার্যক্রম জোরদার করব এবং আমরা এটাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাব।’
এদিকে ফোনে ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় নেতানিয়াহুকে তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন বলে খবর দিয়েছে ডেইলি মেইল।
এর আগে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা অভিনন্দন জানান ট্রাম্পকে।