বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও পাইপলাইনে গ্যাস

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গের বাড়িতে বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে। আগামী তিন বছরের মধ্যে রাজ্যের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে এভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে।
গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্য প্রশাসনিক দপ্তর নবান্নে এ কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের শুধু এলপিজি গ্যাসের ওপর নির্ভর করলে হবে না। পশ্চিমবঙ্গে বিকল্প গ্যাসের কথা ভাবা হচ্ছে। গ্রিন গ্যাসলাইনের কথা ভেবে দেখা হচ্ছে।’ তিনি বলেন, কলকাতা ও কলকাতার সন্নিকটের পাঁচ জেলায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে। আগামী দুই বছরের মধ্যে এ জন্য যাবতীয় পরিকাঠামো গড়ে তোলা হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, ভারত ও বাংলাদেশের ওপর দিয়ে অন্যান্য গ্যাসের লাইন যাচ্ছে। উপযুক্ত পরিকাঠামো থাকলে গ্যাস নিয়ে পশ্চিমবঙ্গের গ্যাসের চাহিদাও মেটানো সম্ভব।
এ সময় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, এলপিজি গ্যাস নিয়ে প্রায়ই নানা ঝামেলা হয়। তাই পশ্চিমবঙ্গের ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।