ইসরাইলি পুলিশের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত

ইসরাইলি পুলিশের গুলিতে আবারও এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার দেশটির উত্তর বায়তুল মুকাদ্দাস শহরের বিদ্দু চেক-পয়েন্টে এ ঘটনা ঘটে। ইসরাইল পুলিশ দাবি করেছে, নিহত নারী পুলিশকে ছুরিকাঘাত করার চেষ্টা করার সময় আত্মরক্ষার জন্য গুলি চালানো হয়।
তবে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডলইস্ট আই জানিয়েছে, ইসরাইলি সেনারা কথিত ছুরি-হামলা ঠেকানোর অজুহাতে সাম্প্রতিক সময়ে অনেক নিরস্ত্র ফিলিস্তিনি নারী, শিশু ও যুবক এবং কিশোর-কিশোরীকে হত্যা করেছে।
এদিকে তেল আবিব টাইমসে ইসরায়েলের পুলিশপ্রধানের বক্তব্য তুলে ধরে দাবি করা হয়েছে, কর্তব্যরত পুলিশ ওই নারীকে সতর্ক করার জন্য প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। কিন্তু তারপরও ওই নারী ইসরাইলি পুলিশের দিকে একটি ছুরি নিয়ে এগিয়ে আসতে থাকলে পুলিশ তাঁর ওপর গুলি চালাতে বাধ্য হয়।
উল্লেখ্য, দুই দেশের মধ্যকার চলমান সংঘর্ষে ইসরাইলের ২৮ জন এবং ফিলিস্তিনের ২০৫ জন নিহত হয়।