জুলহাজ হত্যার নিন্দা জানিয়েছে সিপিজে

মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএইডের কর্মকর্তা জুলহাজ মান্নান হত্যার নিন্দা এবং হত্যাকারীদের বিচারের আওতায় নেওয়ার দাবি জানিয়েছে নিউইয়র্ক ভিত্তিক সাংবাদিক সংগঠন দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। ইউএনবি এ তথ্য জানিয়েছে।
সিপিজের এশিয়া প্রকল্পের সমন্বয়কারী বব দিজ বলেন, কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জুলহাজ মান্নান হত্যার তদন্ত করতে হবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।
বব দিজ আরো বলেন, বাংলাদেশের সাবংবাদিক ও বুদ্ধিজীবীরা হামলার শিকার হচ্ছেন এবং সরকার এই অপরাধ বন্ধ করতে অথবা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে যৎসামান্যই কাজ করছে।
গতকাল সোমবার কলাবাগানের লেক সার্কাস এলাকায় বাসায় ঢুকে সমকামীদের অধিকার বিষয়ক ‘রূপবান’ পত্রিকার সম্পাদক ও ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও তনয় নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় এক নিরাপত্তারক্ষীও আহত হন।