ভারতে ২০টি ‘স্মার্ট’ শহরের নাম ঘোষণা

২০টি শহরকে ‘স্মার্ট’ হিসেবে ঘোষণা দিয়েছেন ভারতের নগর উন্নয়নমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। গতকাল বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন।
হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়, ভারতে প্রথমবারের মতো ২০টি স্মার্ট শহরের নাম ঘোষণা করা হলো। অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা দিয়ে এসব শহরকে গড়ে তোলা হবে।
শহরগুলো হলো—ওডিশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর, মহারাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর পুনে, রাজস্থানের রাজধানী জয়পুর, গুজরাটের শহর সুরাট, কেরালার বন্দরনগরী কচি, গুজরাটের বৃহত্তম শহর আহমেদাবাদ, মধ্যপ্রদেশের জাবালপুর, অন্ধ্রপ্রদেশের বৃহত্তম শহর বিশাখাপট্টনম, মহারাষ্ট্রের সোলাপুর, কর্ণাটকের দাবানাগেড়ে, মধ্যপ্রদেশের বৃহত্তম শহর ইন্দোর, রাজধানী শহর নয়াদিল্লি, তামিলনাড়ুর কয়িমবাতোর, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া, কর্ণাটকের বেলগাউম, রাজস্থানের উদয়পুর, আসামের বৃহত্তম শহর গুয়াহাটি, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, পাঞ্জাবের শহর লুধিয়ানা ও মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল।
ওই ২০টি শহরের নাম ঘোষণার সময় ভেঙ্কাইয়া নাইডু জানান, ৯৭টি শহরের মধ্যে প্রতিযোগিতা হয়েছে। ২০টিকে নির্বাচন করা হয়েছে।
নাইডু জানান, ওই শহরগুলোতে থাকবে পর্যাপ্ত পানি, যথাযথ স্যানিটেশন ব্যবস্থা, বর্জ্য শোধনের অত্যাধুনিক প্রযুক্তি, পর্যাপ্ত গণপরিবহন, তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার, ই-গভর্ন্যান্স। এ ছাড়া শহরগুলোর উন্নয়নে সরকারের সঙ্গে নাগরিকদের অংশীদারত্ব থাকবে।