ইয়েমেন থেকে নিক্ষিপ্ত মিসাইল প্রতিহত করেছে সৌদি আরব

সৌদি আরব ইয়েমেনের বিদ্রোহী দখলকৃত রাজধানী সানা থেকে সৌদি ভূখণ্ডে নিক্ষিপ্ত একটি মিসাইল প্রতিহত করেছে। খবর বাসসের।
সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন রোববার এ ঘোষণা দিয়েছে।
শনিবার রাতে কোয়ালিশন জানিয়েছে, সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেনের রাজধানী সানা থেকে সৌদি নজরান নগরীর দিকে নিক্ষিপ্ত এক স্কাড মিসাইলকে প্রতিহত করেছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কোয়ালিশন বিমান মিসাইল নিক্ষেপের স্থান শনাক্ত করে তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করে দেয়।
ইয়েমেনে ইরান-সমর্থিত বিদ্রোহীরা গত সপ্তাহজুড়ে সৌদি সীমান্তে রকেট হামলা জোরদার করেছে। কোয়ালিশন তাদের বিরুদ্ধে কঠোর পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে।