‘এক কণা মাটিও কারো দখলে যেতে দেব না’

সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, এক কণা মাটিও কারো দখলে যেতে দেবে না সিরিয়া। দেশটির উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক অভিযানের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তিনি দেশটির দৈনিক আল-ওয়াতানকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।
ফয়সাল মিকদাদ বলেন, ‘তুরস্ক সিরিয়ার ভূখণ্ডে আগ্রাসন চালালে এর মোকাবিলা করা হবে এবং দেশের এক কণা মাটিও কাউকে দখল করার সুযোগ দেওয়া হবে না। তাদেরও উচিত হবে না নিজেদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া। কারণ আমরা আমাদের দেশ ও জাতিকে রক্ষায় পূর্ণ প্রস্তুত আছি।’
কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের প্রতি মার্কিন সমর্থন বন্ধ ও সীমান্ত অঞ্চল থেকে মার্কিন সেনাদের পিছু হটা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বহুবার দেশ ও জাতির বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছি। আমরা বলেছি যারাই বিজাতীয়দের কাছে আশ্রয় নেবে একদিন তারা অনুতপ্ত হবে। কারণ বিজাতীয়রা একদিন তাদের ছুঁড়ে ফেলবেই। আজ আমাদের কথাই বাস্তবায়িত হলো।’ তিনি আরো বলেন, ‘মাতৃভূমির কোল দেশের সব সন্তানের জন্য খোলা রয়েছে। আমরা চাই ইতিবাচক ও শান্তিপূর্ণ উপায়ে সব সমস্যার সমাধান হোক, আমরা সহিংসতা চাই না। কিন্তু আমরা কখনোই আমাদের সামান্যতম ভূখণ্ড কারো দখলে যেতে দেব না।’
তুরস্ক সরকার সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দেওয়ার পর সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী এ প্রতিক্রিয়া দেখালেন।