Beta

পাকিস্তানের বাণিজ্য সম্মেলন মাতালেন বেলি ড্যান্সাররা (ভিডিওসহ)

০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৮ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৫

অনলাইন ডেস্ক

পাকিস্তানে বিনিয়োগে আকৃষ্ট করতে আজারবাইজানের বাকুতে এক বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়। সে সম্মেলনে স্টেজ মাতালেন বেলি ড্যান্সাররা। সম্মেলনের আয়োজন করেছিল পাকিস্তানের সারহাদ চেম্বার অব কমার্স। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বিনিয়োগ টানতে এই উদ্যোগ।

বিনিয়োগ সম্মেলনে বেলি ড্যান্সারের নাচের কয়েকটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পাকিস্তানের মানবাধিকারকর্মী গুল বুখারি এমন একটি ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগে ইমরান খানের সরকার চীন, সংযুক্ত আরব আমিরাত ও আইএমএফের কাছে অর্থ সহায়তা চেয়েছে। সংযুক্ত আরব আমিরাত এরই মধ্যে সহায়তা পাঠিয়েও দিয়েছে। তবে আইএফএফ জানিয়েছে, তারা পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে। পাশাপাশি ৬০০ কোটি ডলার ঋণ দেওয়ার কথাও জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থা।

Advertisement