ইসরায়েলি বিমান হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের বোমাবর্ষণে আজ অন্তত তিন ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকালে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি জঙ্গিবিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে। এর ফলে তিন ফিলিস্তিনি নিহত ও চারজন আহত হয়েছেন।
নিহতরা হলেন মাহমুদ আদিল ওলাইদার (২৪), মোহাম্মদ ফারিদ আবুনামুস (২৭) ও মোহাম্মদ সামির আত্তারামাসি (২৬)।
ইসরায়েলের সেনাবাহিনী দাবি করছে, গাজা থেকে ইসরায়েলে তিনটি রকেট ছুড়া হয়েছে, আর এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো হয়েছে।
গত শুক্রবার রাত ও গতকাল শনিবার সকালেও ইসরায়েলের জঙ্গি বিমানগুলো গাজা উপত্যকায় বোমাবর্ষণ করে। শুক্রবার গাজায় অবৈধ দেওয়ালের কাছে ফিলিস্তিনিদের বিক্ষোভের পর পরই হামলা শুরু করে ইসরায়েল।