Beta

দুটি সেদ্ধ ডিমের দাম দেখে হতবাক অন্তর্জালবাসী

১২ আগস্ট ২০১৯, ১১:৩৪

অনলাইন ডেস্ক

সম্প্রতি ভারতের চণ্ডীগড়ের একটি পাঁচতারকা হোটেলে দুটি কলার জন্য অভিনেতা রাহুল বোসকে  ৪৪২.৫০ রুপি  দিতে হয়েছিল। টুইট করে সে কথা জানিয়েছিলেন রাহুল। এরপর ওই হোটেলে তদন্ত করে কর্তৃপক্ষকে জরিমানাও করা হয়। এবার সামনে এলো মুম্বাইয়ের একটি হোটেলের খাবারের বিল, যেখানে দুটি সেদ্ধ ডিমের যে মূল্য ধরা হয়েছে, তা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের।

মুম্বাইয়ের ফোর সিজন্স নামে একটি হোটেলের খাবারের রসিদ টুইটে পোস্ট করেছেন কার্তিক ধর নামের এক ব্যক্তি। সে রসিদে দেখা যাচ্ছে খাবারের মোট মূল্য ছয় হাজার ৯৩৮ রুপি ৪০ পয়সা। খাবারের মধ্যে আছে দুটি সেদ্ধ ডিম, যার মূল্য ধরা হয়েছে এক হাজার ৭০০ রুপি! কার্তিক ধর টুইটে খাবারের রসিদসহ রাহুল বোসকে ট্যাগ করে লিখেছেন, ‘ভাই, আন্দোলন করি?’

তবে এখন পর্যন্ত এ বিষয়ে ওই হোটেল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ১৮।

Advertisement