ছয়টি রাস্তা, যেখানে যেতে চাইবেন না!

আপনি কি দারুণ রোমাঞ্চকর ভ্রমণপ্রিয়? এমন কোনো পথ দিয়ে গাড়ি চালাতে ভালোবাসেন যা টান টান উত্তেজনাপূর্ণ? তাহলে যে ছয়টি রাস্তার বর্ণনা করব সেগুলো আপনারই জন্য। আর যারা ছিমছাম সুন্দর আর ঝুঁকিমুক্ত পথে চলাচল করতে চান তাঁদের জন্য এই পথ নয়। কারণ তাঁরা জীবনে কখনোই এমন পথ দিয়ে চলতে চাইবেন না!
চলুন দেখে নেওয়া যাক কেমন সেই রাস্তা, কেমন সেই পথ যাকে নিয়ে এত আলোচনা। স্টোরিও ডটকম জানিয়েছে বিস্তারিত।
১. প্যাসেজ ড্যু গইস
ফ্রান্সের আটলান্টিক মহাসাগরের কোলঘেঁষে অবস্থিত এই প্যাসেজ ড্যু গইশ। এটি একেবারে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া রাস্তা। জোয়ারের কারণে দিনে দুইবার পানির নিচে চলে যায় এই পথ। তাই এই পথে যদি গাড়ি চালাতে চান তাহলে জোয়ার-ভাটার সময় সম্পর্কে খোঁজ রাখতে হবে আপনাকে। আর তা না হলে পানিতে তলিয়ে যাওয়া পথ খুঁজে না পেয়ে সাগরের লবণাক্ত পানিতে হয়তো নিজেই হারিয়ে যেতে পারেন আপনি। বিপদ এখানেই শেষ হচ্ছে না। জোয়ারের পানি সরে যাওয়ার পর পুরো রাস্তাটি পিচ্ছিল হয়ে পড়ে। সেই কারণে গাড়ি চালানোর সময় বিশেষ করে ব্রেক কষার সময় খুব সাবধান থাকতে হয়।
২. লুক্সর আল হারঘাদা সড়ক, মিসর
দক্ষিণ মিসর ও হারঘাদাকে প্রাচীন নগরী লুক্সর নগরীর সঙ্গে যে সড়কটি সংযুক্ত করেছে সেটি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ছমছমে এলাকায় পরিণত হয়। এই সড়কটিতে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতদল সন্ধ্যার পর সড়কটিতে গাড়ির খোঁজ পেলেই এসে চালককে গুলি করে হত্যা করে। তাই সন্ধ্যা নামলেই কোনো রকম হর্ন না বাজিয়ে এবং বাতি না জালিয়ে চুপচাপ কোনো রকমে রাস্তাটুকু পার হয়ে যেতে চান চালকরা। তবে এ কারণে মারাত্মক সব দুর্ঘটনাও প্রতিনিয়ত ঘটে এই পথে। তাই তো পথটিকে বলা হয় নরকে যাওয়ার রাস্তা।
৩. তিয়ান মেন স্যাং বিগ গেট রোড, চীন
চিনের তিয়ান মেন পাহাড় ন্যাশনাল পার্কে অবস্থিত তিয়ান মেন স্যাং সড়ক। নিচ থেকে ১১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় পার্কের ফটকে। যখন আপনি সড়কের সর্বোচ্চ স্থানে পৌঁছে যাবেন তখন ভুলেও নিচের দিকে তাকাবেন না। কারণ এর খাঁজ ও বাঁকগুলো দেখলে নিশ্চিত ভয় পেয়ে যাবেন। পাহাড়ের একদম ওপরে রয়েছে একটি পাথরের ফটক। মনে করা হয় এটি হচ্ছে সৃষ্টিকর্তা ও জাগতিক পৃথিবীর সঙ্গে যোগাযোগের মাধ্যম। তবে যত বিপজ্জনকই হোক না কেন, চারপাশের মনোরম দৃশ্য আপনাকে স্বর্গের কথা মনে করিয়ে দেবে।
৪. এর হাইওয়ে, অস্ট্রেলিয়া
এক হাজার ৬৭৫ কিলোমিটার দীর্ঘ টানা সোজা মসৃণ সড়ক। কোনো রকম বাঁক ছাড়া সোজা চলে গেছে এই এর হাইওয়ে। আর যা এটিকে বিশ্বের ভয়ানক সড়কগুলোর একটি হিসেবে স্থান দিয়েছে। সড়কটি অস্ট্রেলিয়ার পশ্চিম ও দক্ষিণ অংশকে যুক্ত করেছে। পুরো মহাসড়কের আশপাশে কিছু নেই। এর একাকিত্বই একে ভয়ঙ্কর করে তুলেছে। ফলে প্রচুর পরিমাণে দুর্ঘটনা হয় এখানে। তাই চালকদের কিছুটা বিরতি দিতে পথে মাঝেমধ্যে কফি খাওয়ারআমন্ত্রণ জানানো হয়।
৫. জোজি লা, ভারত
সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৫৭৫ ফুট উঁচুতে রুক্ষ্ম পাহাড়ের গা বেয়ে এই রাস্তা। ভারতের পশ্চিম হিমালয় পাহাড় এলাকায় এর অবস্থান। লাদাখ ও কাশ্মীরের সংযোগস্থলে এই সড়ক। তবে শীতকালে বন্ধ থাকে এখানে চলাচল। খাড়া পাথুরে পাহাড়, সরু লেন এবং আবহাওয়া এই পথকে বিপজ্জনক করে তোলে।
৬. স্কিপার্স ক্যানিওন রোড, নিউজিল্যান্ড
মনোমুগ্ধকর দৃশ্য আর সরু পথের কারণে নিউজিল্যান্ডের স্কিপার্স ক্যানিওন বিখ্যাত। এই সাড়ে ১৬ মাইল সড়কটি প্রায় ১৪০ বছর আগে দুটি খাড়া পাহাড়ের মাঝে তৈরি করা হয়েছিল। দিনের বেলা দেখতে দারুণ দেখালেও রাতের বেলা চালকদের জন্য দুঃস্বপ্নের স্থানে পরিণত হয় এই সড়ক। ১৯০০ সালে স্কিপার্স ক্যানিওন দিয়ে সব ধরনের মোটর যান চলাচল নিষিদ্ধ করা হলেও এখন আর তা বহাল নেই।
এই হলো ভয়ঙ্কর ছয়টি সড়ক পথ। আপনি যদি সত্যিই অ্যাডভেঞ্চার প্রিয় হন তাহলে আর দেরি কেন? বেরিয়ে পড়ুন দারুণ এই রোমাঞ্চকর পথে ভ্রমণের স্বাদ নিতে।