ইসরাইলের প্রধানমন্ত্রী নির্বাচনী পোস্টারে মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার পোস্টার বয় হিসেবে দেখা গেছে ইসরাইলের নির্বাচনী পোস্টারে। সেখানে একটি পোস্টারে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ব্যবহৃত হয়েছে মোদির ছবি।
ইসরাইলে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে সাধারণ নির্বাচন শুরু হতে চলেছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচারণা। দেয়ালে দেয়ালা টাঙানো হচ্ছে পোস্টার।
আর ইসরাইলি সাংবাদিক জেরুজালেমের একটি বিল্ডিংয়ে ঝুলানো ওই পোস্টারের ছবি টুইট করেন, যেখানে দেখা যাচ্ছে ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু নরেন্দ্র মোদির হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন।
এই বিল্ডিংয়ের অন্যদিকে আরো একটি পোস্টারে নেতানিয়াহুর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখা গেছে। সেখানে ক্যাপশন দেওয়া, নেতানিয়াহুর নির্বাচনী বিজ্ঞাপন : পুতিন, ট্রাম্প ও মোদি।
এদিকে ভারত ও ইসরাইলের মধ্যে সম্পর্ক বন্ধুত্বের। অর্থনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রেও তাদের সম্পর্ক দৃঢ়। নরেন্দ্র মোদি চলতি বছরে ফের প্রধানমন্ত্রী হওয়ার পর সবার আগে তাকে অভিনন্দন জানান নেতানিয়াহু।