রিসোর্টে গণধর্ষণের অভিযোগে ১২ ইসরায়েলি গ্রেপ্তার

ভূমধ্যসাগরীয় দ্বীপের পূর্বাঞ্চলে অবস্থিত আইয়া নাপা শহরে সাইপ্রিয়ট রিসোর্টে এক ব্রিটিশ নারীকে গণধর্ষণের অভিযোগে ১২ ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, বুধবার সকালে ১৯ বছর বয়সী ওই নারী স্থানীয় পুলিশ স্টেশনে গণধর্ষণের অভিযোগ দায়ের করার পর ১২ ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার রাতে ওই রিসোর্টের হোটেল কক্ষে গণধর্ষণের শিকার হন ওই নারী।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, এই অভিযোগের প্রাথমিক তদন্তের কাজ শুরু হয়েছে। এখনো নিশ্চিত নয় কতজন ওই ধর্ষণের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ধর্ষণের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার অভিযুক্তদের ফামাগুস্তা জেলা আদালতে প্রাথমিক শুনানির জন্য হাজির করার কথা রয়েছে।