Beta

আমিরাত শাসক পুত্রের লন্ডনে রহস্যজনক মৃত্যু

০৩ জুলাই ২০১৯, ২০:১৪

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের শারজাহের শাসকের পুত্র শেখ খালিদ বিন সুলতান আল কাসিমী লন্ডনে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছে। লন্ডন কর্তৃপক্ষ মৃত্যুর কারণ ব্যাখ্যা করেনি।

গত সোমবার (১ জুলাই) লন্ডনে আকস্মিকভাবে মারা যান তিনি। আজ বুধবার (৩ জুলাই) আমিরাতে তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। দেশব্যাপী ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, শারজাহ শাসকের ৩৯ বছর বয়সী পুত্র একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজের ক্যারিয়ার গড়েছিলেন। লন্ডনের ফ্যাশন সপ্তাহে তাকে দেখা গিয়েছিল।

১৯৭২ সাল থেকে তার পিতা শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমী শরজাহ শাসন করেছেন। মঙ্গলবার (২ জুলাই) তিনি তার ইনস্টাগ্রাম একাউন্টে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন তাঁর পুত্র 'আল্লাহ্‌র যত্নে' থাকবেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান শেখ সুলতান ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

 এক বিবৃতিতে, ফ্যাশন লেবেল কাসিমি বলেন, শেখ 'অপ্রত্যাশিতভাবে' মারা গেছেন কিন্তু বাড়তি কোন তথ্য প্রদান করেননি। নাইটসব্রিজের একটি আবাসিক বাসভবনে আকস্মিক মৃত্যুর একটি প্রতিবেদন পেয়েছে বলে লন্ডন পুলিশ জানায়।

মঙ্গলবার একটি পোস্টমার্টেম পরীক্ষা হলেও কোন আলামত প্রমাণিত হয় এবং পুলিশ আরও পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে।

Advertisement