Beta

এটা পৃথিবীর দীর্ঘতম অজগর, কত লম্বা জানেন?

০৮ এপ্রিল ২০১৯, ১১:১৪ | আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ১২:০৯

অনলাইন ডেস্ক
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একতলা ভবনের চেয়েও দীর্ঘ ১৭ ফুট লম্বা বার্মিজ প্রজাতির একটি নারী পাইথন পাকড়াও করেন গবেষকরা। ছবি : এনডিটিভি

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একতলা ভবনের চেয়েও দীর্ঘ ১৭ ফুট লম্বা বার্মিজ প্রজাতির একটি নারী পাইথন পাকড়াও করেছেন গবেষকরা।

আজ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ কথা জানা যায়। দক্ষিণ ফ্লোরিডার জাতীয় উদ্যান ‘বিগ সাইপ্রেস ন্যাশনাল প্রিজার্ভ’-এর ফেসবুক পেজে করা এক পোস্টের বরাত দিয়ে পত্রিকাটি এ কথা জানায়।

পাইথনটি দক্ষিণ ফ্লোরিডায় পাওয়া এযাবৎকালের দীর্ঘতম পাইথনগুলোর অন্যতম, যা অনায়াসেই হরিণ কিংবা কুমির খেয়ে ফেলতে পারে। এটির ওজন ৬৪ কিলোগ্রাম।

পুরুষ পাইথনের শরীরে রেডিও ট্রান্সমিটার লাগিয়ে ৭৩টি ডিমসহ ওই নারী পাইথনের সন্ধান পাওয়া যায়।

ফ্লোরিডায় দ্রুততম সময়ের মধ্যে অধিক হারে প্রজননের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ছে এ প্রজাতির পাইথন। যেটিকে বন্য জীবন ও প্রতিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বর্তমানে দক্ষিণ ফ্লোরিডায় ৩০ হাজার থেকে তিন লাখ পর্যন্ত পাইথন আছে বলে কর্তৃপক্ষ জানায়। ২০১২ সালে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভাগ পাইথনের আমদানি নিষিদ্ধ করে।

Advertisement