রাজাপক্ষে আজ পদত্যাগ করছেন!

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ ছাড়তে যাচ্ছেন বিতর্কিত নেতা মাহিন্দা রাজাপক্ষে (বায়ে)। ডানে প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা। ছবি : রয়টার্স
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ ছাড়তে যাচ্ছেন বিতর্কিত নেতা মাহিন্দা রাজাপক্ষে। আজ শনিবার তিনি পদত্যাগ করবেন বলে গণমাধ্যমের কাছে জানান তাঁর ছেলে সংসদ সদস্য নমল রাজাপক্ষে।
স্থিতিশীলতার স্বার্থে বাবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত বলে উল্লেখ করে নমল রাজাপক্ষে আরো বলেন, আদালতের আদেশের পর তাঁর ক্ষমতায় থাকায় উচিত হবে না।
হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর পার্লামেন্ট ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করে মাহিন্দা রাজাপক্ষেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা।
কিন্তু, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সিরিসেনার পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিল ও নির্বাচন স্থগিতের আদেশ দেন।