মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গাইয়ুম জামিনে মুক্ত

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমকে উচ্চ আদালতের আদেশে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
আইনজীবী হিসেবে মামুনের ছেলে ফারিজ মামুন বাবার জামিনের জন্য গতকাল রোববার হাইকোর্টে আবেদন করলে মুক্তির আদেশ দেন আদালত। যদিও বিদেশ যেতে তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বরের নির্বাচনে সাবেক এই প্রেসিডেন্টের সৎভাই ও বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন পরাজিত হলে মামুন আবদুল গাইয়ুমের মুক্তির আলো দেখা দেয়। আরো পাঁচ রাজবন্দিকে কারাগার থকে মুক্তি দেওয়া হলেও ৮০ বছর বয়সী মামুন আবদুল গাইয়ুমের মুক্তি বিলম্বিত হয়।
ভারত মহাসাগরীয় দ্বীপদেশ মালদ্বীপে সবচেয়ে দীর্ঘ সময় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন মামুন আবদুল গাইয়ুম। রাষ্ট্রদ্রোহের অভিযোগে ফেব্রুয়ারি মাসে দেশটির প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের এক বিচারকের সঙ্গে মামুন আবদুল গাইয়ুমকেও আটক করা হয়েছিল।