মদিনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মো. ফেরদৌস। ছবি : সংগৃহীত
মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. ফেরদৌস (৪৪) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
ফেরদৌস চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড নাজিরপাড়ার মৃত গোলাম কবির সওদাগর ওরফে মনির আহমদ সওদাগরের বড় ছেলে। তাঁর লাশ এখন মদিনার মিকাত হাসপাতালে আছে।
ফেরদৌসের ভাই মো. আলমগীর জানান, তিন ভাই ও ছয় বোনের মধ্যে ফরদৌস সবার বড়। ফেরদৌসের তিন মেয়েসন্তানের জনক। তিনি দুই যুগ ধরে মদিনায় ব্যবসা করেছিলেন।