Beta

শিকাগোতে ১৪ ঘণ্টায় ৪৪ জন গুলিবিদ্ধ, ৫ জনের প্রাণহানি

০৬ আগস্ট ২০১৮, ১৩:৩৬

অনলাইন ডেস্ক
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শিকাগোতে রোববার ১৪ ঘণ্টার মধ্যে পৃথক ঘটনায় ৪৪ জন গুলিবিদ্ধ ও পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রাত দেড়টা থেকে শুরু করে পরবর্তী তিন ঘণ্টায় ১০টি হামলায় ৩০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যায়, যার মধ্যে দুজন নিহত হন।

শিকাগোর টহল পুলিশের প্রধান ফ্রেড ওয়ালার বলেন, ‘শিকাগো শহর এক ভয়াল রাত পার পার করল। এসব ঘটনা বেশ কিছু এলাকার দলাদলিবিষয়ক সংঘর্ষকে কেন্দ্র করে ঘটা ও পরিকল্পিত।’

ওয়ালার জানান, ওই সব আক্রমণের মধ্যে অন্তত একটি চালানো হয় রাস্তার ধারে পার্টি উদযাপন করতে থাকা মানুষজনের ওপরে। সে হামলায় ১১ বছরের শিশু থেকে শুরু করে ৬২ বছর বয়সসীমার মানুষ আক্রান্ত হন।

রোববারের আগে শুক্রবার ছয়টি হামলার ঘটনা ঘটে, তাতে কেউ গুরুতর আহত না হলেও শনিবার হওয়া ১৫টি হামলায় একজন গুরুতর আহত হন।

মাঝরাত থেকে শুরু করে দুপুর ২টার ভেতর শনিবারের ওই সব হামলা ঘটে।

সাম্প্রতিক বছরগুলোতে শিকাগোতে গোলাগুলি ও হত্যার হার তীব্র হয়েছে বলে জানা যায়। বিশ্লেষকদের মতে, গ্রীষ্মের মাসগুলোতে অপরাধপ্রবণতা বেড়ে যায়।

Advertisement