পূর্ব ঘৌতায় সরকারি বাহিনীর হামলায় ৩৪ জন নিহত

সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত ঘাঁটি পূর্ব ঘৌতায় সরকারি বাহিনীর বিমান হামলায় শিশুসহ ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
মানবাধিকারবিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য দিয়েছে। এতে বলা হয়, রোববার এ হামলার ঘটনা ঘটে।
পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদেল রহমান জানান, পূর্ব ঘৌতায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীর রকেট হামলায় ৩৪ বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ শিশু রয়েছে।
এর মধ্যে ঘৌতার প্রধান নগরী দৌমা ও এর পূর্বাঞ্চলীয় শহরতলিতে ২৬ জন নিহত হয়েছেন।
সংস্থাটি জানায়, গত ১৫ দিন ঘৌতায় সরকারি বাহিনীর বিমান হামলা, গোলাবর্ষণ ও রকেট হামলায় ৬৯০ জনের বেশি বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।
রোববার সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেন, তাঁর বাহিনী বিদ্রোহীদের কবল থেকে পূর্ব ঘৌতাকে অবশ্যই পুনরুদ্ধার করবে।
আন্তর্জাতিক বাহিনীর পক্ষ থেকে ওই এলাকায় রক্তপাত বন্ধের আহ্বান জানানো সত্ত্বেও বাশার আল-আসাদ এমন ঘোষণা দিলেন।