সিরিয়ায় ক্ষেপণাস্ত্রের স্থাপনা বানাচ্ছে ইরান : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করে বলেছেন, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনা নির্মাণ করছে ইরান। এর মধ্য দিয়ে দেশটি ইসরায়েলকে নিশ্চিহ্ন করার স্বপ্ন বাস্তবায়ন করতে চায়।
স্থানীয় সময় সোমবার ইসরায়েলের তেল আবিবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের সঙ্গে বৈঠকের শুরুতে এমন অভিযাগ করেন নেতানিয়াহু।
চলতি বছর মহাসচিব হওয়ার পর মধ্যপ্রাচ্যে এটাই জাতিসংঘ মহাসচিবের প্রথম সফর। তিন দিনের এই সফরের প্রথম দিনে গুতেরেজের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘সিরিয়াকে সামরিক ঘাঁটি গড়তে ব্যস্ত ইরান এবং ইসরায়েলকে নিশ্চিহ্ন করার লক্ষ্য বাস্তবায়নে দেশটি সিরিয়া ও লেবাননকে সামরিক ক্ষেত্র বানাতে চায়।’
নেতানিয়াহু আরো বলেন,‘এ ছাড়া সিরিয়া ও ইরানে লক্ষ্যাভিমুখী ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনাও বানাচ্ছে ইরান।’
‘এ ধরনের কর্মকাণ্ড ইসরায়েল বরদাশত করতে পারে না। জাতিসংঘেরও এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া উচিত নয়।’
ইসরায়েলের প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।