ড্রোনে চেপে এলো বিয়ের প্রস্তাব

চীনের অভিনেত্রী ঝাং জিইয়ি । ছবি : রয়টার্স
চীনের অভিনেত্রী ঝাং জিইয়িকে চমকে দিয়েছেন তাঁর হবু বর। গত শনিবার এই অভিনেত্রী যখন তাঁর ৩২তম জন্মদিন উদযাপন করছিলেন, তখন হঠাৎই সাদা রঙের একটি ড্রোন তাঁর দিকে উড়ে আসে। আর সামনে হাঁটু গেড়ে বসে দেয় বিয়ের প্রস্তাব!
‘ক্রাউচিং টাইগার’, ‘হিডেন ড্রাগন’-এর মতো বিশ্বব্যাপী জনপ্রিয় সিনেমার তারকা ঝাং জিইয়িকে ড্রোনে করে এই বিয়ের প্রস্তাব পাঠানোর বুদ্ধি যার মাথা থেকে বেরিয়েছে, তিনি হলেন চীনা গীতিকার ও রক সংগীতশিল্পী ওয়াং ফেং।
স্কাইনিউজ জানিয়েছে, এই অভিনব প্রস্তাবে রীতিমতো অভিভূত ঝাং। পরদিনই তিনি তাঁর মাইক্রোব্লগিং অ্যাকাউন্টে আতশবাজির ঝিকিমিকির মাঝে একটি ভালোবাসার চিহ্ন এঁকে তাঁর সম্মতির কথা জানান ‘আই ডু’ লিখে। এটা ঝাং-এর প্রথম, কিন্তু ওয়াংয়ের তৃতীয় বিয়ে।