ইসরায়েলের ফুলের নাম ‘মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফরে গেছেন। আর এই সফর নিয়ে মোদিকে অভ্যর্থনা জানানোর এক অভিনব ব্যবস্থা করেছে ইসরায়েল।
সাধারণত বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা আর বিশেষ ক্ষেত্রে সম্মাননা ও রাস্তার নামকরণ- সম্মান জানানোর এসব উপায় হামেশাই দেখছে বিশ্ব। কিন্তু এবার ভিন্ন পদ্ধতিতে সম্মান জানিয়ে মোদিকে সম্ভবত চমকে দিয়েছে ইসরায়েল। একটি বিশেষ ফুলের নাম রেখেছে ভারতের ‘চা-ওয়ালা’ প্রধানমন্ত্রীর নামে।
আর এ কথা টুইটারে জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রীই। মোদি জানান, আজ বুধবার তিনি তেল আবিবের একটি ফুলের খামারে গিয়েছিলেন। সেখানে ইসরায়েলের উন্নত কৃষিপ্রযুক্তির বিষয়ে মোদিকে অবহিত করেন দেশটির প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রী। আর সেখানেই মোদিকে সম্মান জানাতে ‘ক্রিসানথুমান’ নামে একটি ফুলের নামকরণ করা হয় মোদির নামে। এবার থেকে ওই ফুল ‘মোদি’ নামেই পরিচিত হবে।
মোদি টুইটারে এ বিরল সম্মানের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ ছাড়া তিনি লেখেন, এই অবাক করা কাণ্ডে তিনি চমকে গিয়েছিলেন। মোদির তিনদিনের এই ইসরায়েল সফরে সামরিক ও বেসমানরিক মিলিয়ে মোট ১২টি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।