Beta

লাইভে দাঁড়িয়ে ছাতাসহ ‘উড়ে গেলেন’ প্রতিবেদক!

২৬ জুন ২০১৭, ১১:৩৭ | আপডেট: ২৬ জুন ২০১৭, ১২:০২

অনলাইন ডেস্ক

পুরোদস্তুর প্রস্তুতি নিয়ে বৈরী আবহাওয়ার মধ্যেই ছাতা হাতে লাইভে দাঁড়িয়েছিলেন আইরিশ সাংবাদিক ডেরিক হার্টিগান। স্টুডিওতে যোগ দিয়ে সরাসরি আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন তিনি। ওই সময় স্টুডিও থেকে হার্টিগানের কাছে আবহাওয়া পরিস্থিতির বিস্তারিত জানতে চাওয়া হচ্ছিল। শুরুটা বেশ ভালোভাবেই করেছিলেন হার্টিগান।

হঠাৎ হাস্যকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় এই প্রতিবেদকে। দমকা হাওয়া এসে কমলা রঙের ছাতাসহ তাঁকে উড়িয়ে নিয়ে যায়। 

এ ঘটনার কিছুক্ষণ পর হার্টিগান আবার ক্যামেরার সামনে চলে আসেন। হাসতে হাসতে তিনি আবার স্টুডিওতে যোগ দেওয়ার চেষ্টা করেন। ওই সময় স্টুডিওতে থাকা উপস্থাপক সিনাইদ ডেসমন্ড ও মার্ক ক্যাগনি সংযোগ কেটে দেন। এ ঘটনার পর তাঁরা দুজনও হাসিতে ফেটে পড়েন। 

বিষয়টি নিয়ে প্রতিবেদক হার্টিগান মজা করে বলেছেন, এ ঘটনার মধ্য দিয়ে তাঁর ক্যারিয়ার আরো উজ্জ্বল হতে পারে। 

এরই মধ্যে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ছয় লাখ বার।

Advertisement