Beta

ম্যাকরোঁকেই বেছে নিল ফ্রান্স

০৮ মে ২০১৭, ০০:৪৩ | আপডেট: ০৮ মে ২০১৭, ০১:১০

অনলাইন ডেস্ক

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাকরোঁ।  ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জিন-ক্লদ জুকেট টুইটে এ খবর নিশ্চিত করেছেন। স্থানীয় সময় রোববার সকালে শুরু হয়েছিল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ।

সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। তবে বড় শহরগুলোতে রাত ৯টা পর্যন্ত ভোট নেওয়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

রয়টার্স জানিয়েছে, ইমানুয়েল ম্যাকরোঁ  ৬৫ শতাংশ ভোট পেয়েছেন অপরদিকে কট্টর ডানপন্থী নেত্রী ম্যারি লি পেন ৩৫ শতাংশ ভোট পেয়েছে। 

Advertisement