প্রাণে বাঁচতে টেমসে ঝাঁপ প্রেমিকার

প্রেমিকের জন্মদিন। উদযাপন করার ইচ্ছে হলো লন্ডনে। ভালোই কাটছিল সময়। ওয়েস্টমিনস্টার সেতুর ওপরে হাঁটছিলেন প্রেমিকযুগল। এমনই সময় ঘটল বিপত্তি। এক গাড়ি দ্রুত চলছে, আর এলোপাতাড়ি মানুষকে পিষে মারার চেষ্টা করছে। প্রাণ বাঁচাতে টেমস নদীতে ঝাঁপ দিলেন প্রেমিকা!
ব্রিটিশ সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, হামলার আতঙ্কে টেমসে ঝাঁপ দেওয়া নারীর নাম আন্দ্রেয়া ক্রিস্তেয়া (২৯)। তিনি রোমানিয়ার বাসিন্দা। পেশায় একজন স্থপতি। গুরুতর আহত অবস্থায় ক্রিস্তেয়া এখন হাসপাতালে চিকিৎসাধীন। মাথায় ও ফুসফুসে আঘাত পেয়েছেন ক্রিস্তেয়া।
তবে ইনডিপেনডেন্ট ওই প্রতিবেদনে জানিয়েছে, ক্রিস্তেয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল নাকি নিজেই ঝাঁপ দিয়েছিলেন তা এখনো পরিষ্কার নয়। সুস্থ হলেই ক্রিস্তেয়ার কাছ থেকে তা জানা যাবে। তবে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ক্রিস্তেয়া সেতুর এক প্রান্ত ধরে দৌড়াচ্ছেন আর একপর্যায়ে পড়ে যাচ্ছেন পানিতে।
গতকাল বুধবার লন্ডনে ওয়েস্টমিনস্টার এলাকায় পার্লামেন্ট ভবনের সামনে এক দুর্বৃত্তের হামলায় পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হন। এ ছাড়া হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়। তবে মৃত্যুর আগে ওয়েস্টমিনস্টার সেতুতে এলোপাতাড়ি গাড়ি চালিয়ে মানুষকে চাপা দেওয়ার চেষ্টা করে ওই দুর্বৃত্ত। গাড়িচাপায় আহত হয়েছে প্রায় ৪০ জন।
ওই সেতুতেই প্রেমিককে নিয়ে পায়চারি করছিলেন ক্রিস্তেয়া। আর ক্ষ্যাপাটে গাড়ি থেকে বাঁচতে তিনি প্রথমে দৌড়াতে থাকেন। একপর্যায়ে সেতু থেকে ঝাঁপ দেন টেমসে। তাঁর প্রেমিকও প্রাণ বাঁচাতে দৌড় দেন। তিনিও আহত হয়ে এখন হাসপাতালে। পায়ে আঘাত পেয়েছেন তিনি।
লন্ডনে নিযুক্ত রোমানিয়ার রাষ্ট্রদূত ড্যান মিহালাকে বলেন, ‘তাঁরা বেড়াতে এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্য তাঁদের। তাঁরা জন্মদিন উদযাপন করতে এসেছিলেন।’ খুব শিগগির তাঁদের বিয়ে হওয়ার কথা বলে জানান তিনি।
টেমস বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা পানি থেকে এক নারীকে উদ্ধার করেছেন। হামলার ঠিক পরই তাঁকে উদ্ধার করা হয়। তাঁর আঘাতটাও গুরুতর।