Beta

ঘানায় গাছচাপা পড়ে নিহত ২০

২০ মার্চ ২০১৭, ১২:৪৪

বিবিসি
ঘানার ব্রং আহাফো অঞ্চলের কিনটাম্পু শহরে একটি জলপ্রপাতে গাছ পড়ে নিহত হয়েছে ২০ জন। ছবি : সংগৃহীত

ঘানার ব্রং আহাফো অঞ্চলের কিনটাম্পো শহরে একটি জলপ্রপাতে গাছ পড়ে নিহত হয়েছে ২০ জন। এতে আহত হয়েছে অনেক।

হতাহতরা ওই জলপ্রপাতে সাঁতার কাটছিল। সে সময় ঝড়ের কবলে একটি গাছ তাদের ওপরে ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই ১৮ জন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়।

ঘটনার পর পরই পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় সংবাদ মাধ্যম স্টার নিউজ জানিয়েছে, বৃষ্টি শুরুর পর পরই একটি বড় গাছ ভেঙে পড়ে আনন্দ-ফূর্তিতে মেতে থাকা দর্শনার্থীদের ওপর।

ফায়ার সার্ভিসের মুখপাত্র অ্যানাগ্লেট জানান, হতাহতদের বেশির ভাগই ওয়েনচি সিনিয়র হাই স্কুলের শিক্ষার্থী। অন্যরা সাধারণ দর্শনার্থী ছিল। করাত দিয়ে গাছটি কেটে আটকে থাকা বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিস জানায়, ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ওয়েনচি সিনিয়র হাই স্কুল প্রশাসনের এক কর্মকর্তাও রয়েছেন।

ঘানার পর্যটনমন্ত্রী অ্যাবেলেমা অ্যাফেকু ঘটনায় শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি এবং আহতদের জন্য রইল প্রার্থনা।’

Advertisement