বোকো হারামের আত্মঘাতী হামলায় নিহত ৩৯

নাইজেরিয়ার মাইদুগুরি নগরীর একটি মসজিদে শনিবার হামলা চালায় আইএস। ছবি : এএফপি
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বোর্নিও রাজ্যের প্রধান নগরী মাইদুগুরির একটি মসজিদে শনিবার বিকেলে নামাজের পর আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন।
বোর্নিও রাজ্যের পুলিশ কমিশনার আদেরেমি ওপাদোকান বলেন, নগরীর মনডে মার্কেট এলাকায় আলহাজি হারুনা মসজিদে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। হতাহতের সংখ্যা সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, ‘হামলায় ৩৯ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।’
নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে মুহাম্মাদু বুহারি শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই এ হামলার ঘটনা ঘটল।
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আফ্রিকার এই জঙ্গিদল প্রায়ই নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় হামলা চালায়। সাম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে একীভূত হওয়ার ঘোষণা দেওয়ার পর তাদের হামলা বেড়েছে বহু গুণ।