২২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে এক কারা কর্মকর্তাকে হত্যার দায়ে গতকাল বুধবার টেক্সাস অঙ্গরাজ্যে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে মোট ২২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
অঙ্গরাজ্যটির ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল জাস্টিস বলেছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হিউসটনের উত্তরাঞ্চলীয় হান্সভিল কারাগারে মৃত্যুদণ্ডটি কার্যকর হয়।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে জানায়, ৪৬ বছর বয়সী আসামি ট্রাভিস রুনেলসকে প্রাণঘাতী ইনজেকশন পুশ করার মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে তার মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের আবেদন বাতিল হওয়ার পরেই এই দণ্ডটি কার্যকর হলো।
১৯৯৭ সালে সশস্ত্র ডাকাতির এক মামলায় ট্রাভিস রুনেলসকে ৭০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে ২০০৩ সালে তিনি কারা পরিদর্শক স্টানলি উইলিকে হত্যা করেন। মূলত এ ঘটনার প্রায় দুই বছর পর সেই খুনের দায়ে ট্রাভিসকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।