স্ত্রীর সঙ্গে ঝগড়া, নিজেকে শান্ত করতে হাঁটলেন ২৮০ মাইল

স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর নিজেকে শান্ত রাখার জন্য ২৮০ মাইল (৪৫০ কিলোমিটারের বেশি) পথ হেঁটে পাড়ি দিয়েছেন এক ইতালীয় নাগরিক। অবশ্য নভেল করোনাভাইরাসের মহামারিজনিত পরিস্থিতিতে লকডাউন চলাকালে নিয়ম ভঙ্গ করায় পুলিশের হাতে ধরাও পড়েন তিনি। পুলিশ না আটকালে হয়তো আরো অনেকটা পথ পাড়ি দিতেন তিনি। সংবাদমাধ্যম দি ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে গতকাল শনিবার এ খবর জানানো হয়েছে।
৪৮ বছর বয়সী ওই ব্যক্তি ইতালির উত্তরাঞ্চলীয় সুইস সীমান্তবর্তী কোমো শহরে বাস করেন। স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর নিজেকে নিয়ন্ত্রণে আনতে ২৮০ মাইল দক্ষিণে আদ্রিয়াটিক উপকূলের ছোটো শহর ফানো পর্যন্ত হেঁটে যান। এর মধ্যেই লকডাউনের নিয়ম ভঙ্গ করায় দিবাগত রাত ২টার দিকে এক পুলিশ কর্মকর্তা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। সব শোনার পর ওই পুলিশ কর্মকর্তা বিশ্বাস করতে পারেননি যে ওই ব্যক্তি এতটা পথ হেঁটে পাড়ি দিয়েছেন। এরপর খোঁজ-খবর নিয়ে পুলিশ জানতে পারে, এক সপ্তাহ আগে ওই ব্যক্তির স্ত্রী তাঁর নিখোঁজ হওয়ার কথা পুলিশকে জানিয়েছিলেন।

এদিকে, এতটা পথ পাড়ি দেওয়ার পর ওই ব্যক্তি প্রচণ্ড ক্লান্ত ছিলেন। তবে তিনি হাঁটতে হাঁটতে নিজেও বোঝেননি এতটা পথ পাড়ি দিয়ে ফেলেছেন। ওই ব্যক্তি পুলিশকে বলেছিলেন, ‘আমি ঠিকই আছি, শুধু কিছুটা ক্লান্ত।’ তিনি আরো জানান, হাঁটার মাঝখানে তিনি আশপাশের মানুষের কাছ থেকে খাবার চেয়ে খেয়েছেন।
এদিকে ওই ব্যক্তির স্ত্রী পুলিশকে জানান, এক সপ্তাহ আগে তাঁর স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল। এর পর থেকেই তাঁর স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে, লকডাউনের নিয়ম ভাঙার অভিযোগে তাঁকে ৪০০ ইউরো জরিমানা পরিশোধ করতে হয়েছে বলেও জানান তিনি।