যুক্তরাষ্ট্রে বিলাসবহুল ফেরি ঘাটে ভয়াবহ আগুন, ৮ জন নিহত

অ্যালুমিনিয়াম এবং কাঠের তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রের অ্যালাব্যামা অঙ্গরাজ্যের ফেরি ঘাটের ভয়াবহ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে একটি বিলাসবহুল ফেরি ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
স্থানীয় সময় গতকাল সোমবার রাতে জ্যাকসন কাউন্টি পার্কের স্কটসবরোতে আকস্মিক এই অগ্নিকাণ্ডে ইয়টসহ ছোট বড় মিলিয়ে ৩৫টি অত্যাধুনিক নৌকা পুড়ে গেছে।
যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তখন সবাই ঘুমিয়ে ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালুমিনিয়াম ও কাঠের তৈরি হওয়ায় ওই ঘাটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ডুবে যায় বেশ কয়েকটি নৌকা। এসময় প্রাণ বাঁচাতে অনেকে পানিতে লাফিয়ে পড়ে আহত হন। অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।