যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান অ্যান্টোনিও শহরের কেন্দ্রস্থলে গতকাল রোববার সন্ধ্যায় এক বন্দুকধারীর হামলায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া।
সান অ্যান্টোনিও পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকম্যানুস সংবাদমাধ্যমকে জানান, রোববার সন্ধ্যায় ওই এলাকায় কয়েকজন ব্যক্তির মধ্যে বিতর্ক চলছিল। বিতর্কের এক পর্যায়ে তাঁদের মধ্য থেকে একজন বন্দুক বের করে এলোপাতাড়ি গুলি শুরু করলে এ হতাহতের ঘটনাটি ঘটে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সান অ্যান্টোনিও পুলিশ।