মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের আদেশ বাস্তবায়নের তাগিদ জাতিসংঘের

মিয়ানমারকে আন্তর্জাতিক বিচার আদালতের অন্তর্বর্তী আদেশ বাস্তবায়নের তাগিদ দিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের মুখপাত্র লিজ থ্রোসেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তাগিদ দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, আইসিজের আদেশ ও জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা মেনে তাৎক্ষণিক ও নিঃশর্তভাবে পূর্ণাঙ্গ আদেশ বাস্তবায়ন করা উচিত মিয়ানমারের।
একই দিনে নরওয়ের পক্ষ থেকেও মিয়ানমারকে আইসিজের আদেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এক টুইট বার্তায় দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মারিয়ানা হগেন জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার দায়িত্ব মিয়ানমারের।
গত বৃহস্পতিবার জাতিসংঘের সর্বোচ্চ বিচারালয় আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি আবদুল কাফি আহমেদ ইউসুফ রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিতে চারটি অন্তর্বর্তীকালীন আদেশ ঘোষণা করেন।