মালদ্বীপের সাবেক ভাইস-প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড

মালদ্বীপের সাবেক ভাইস-প্রেসিডেন্ট আহমেদ আদিব। ছবি : সংগৃহীত
ঘুষ গ্রহণ, মানি লন্ডারিং ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় মালদ্বীপের সাবেক ভাইস-প্রেসিডেন্ট আহমেদ আদিবকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
কারাদণ্ডের পাশাপাশি অর্থ জরিমানাও করা হয়েছে আদিবকে। ক্ষমতা থাকার সময় দেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করার নামে দেশ থেকে অর্থ সরানোয় তাঁকে দুই কোটি রুপি (১ লাখ ২৯ হাজার ডলার) জরিমানা করেছে মালদ্বীপের ফৌজদারি আদালত।
এ ছাড়া আদিবের বিরুদ্ধে অভিযোগ, রিসোর্ট ডেভেলপমেন্টের নামে বিভিন্ন দ্বীপ লিজ দেওয়ায় রাষ্ট্রের ২৬ কোটি ডলার ক্ষতি হয়েছে।
আগেই কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন আদিবের সময়কার প্রেসিডেন্ট ইয়ামিন। ২০১৩-১৮ সময়ে ক্ষমতায় থাকার সময় রাষ্ট্রীয় অর্থ তছরুপ ও মানি লন্ডারিংয়ে দায়ে তাঁকে এই সাজা দেন আদালত।