মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম করোনায় আক্রান্ত

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম বলেছেন, তিনি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংবাদ সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মামুন আবদুল গাইয়ুম পরিবারের ঘনিষ্ঠ সাবেক এক সহকারী জানান, জ্বর হওয়ার পর গাইয়ুম তাঁর করোনাভাইরাস পরীক্ষা করান। এতে তাঁর করোনা পজিটিভ পাওয়া যায়। তবে মামুন আবদুল গাইয়ুমের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। গাইয়ুম দীর্ঘ তিন দশক মালদ্বীপের ক্ষমতায় ছিলেন।
৮২ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ মামুন আবদুল গাইয়ুম গতকাল মঙ্গলবার টুইটার বার্তায় লিখেছেন, ‘আমি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছি। সর্বশক্তিমান মহান আল্লাহ আমাকে এবং অন্য সব অসুস্থ মানুষকে দ্রুত আরোগ্য লাভের এবং সুস্বাস্থ্যের ক্ষেত্রে করুণা করবেন।’
প্রেসিডেন্ট হিসেবে মামুন আবদুল গাইয়ুমের মেয়াদ ২০০৮ সালে শেষ হয়। এরপর থেকেই সক্রিয় রাজনীতিতে যুক্ত রয়েছেন তিনি। তিন দশক ক্ষমতায় থাকাকালে মামুন আব্দুল গাইয়ুমকে বরাবরই স্বৈরাচারি ছিলেন বলে দোষারোপ করে আসছে বিরোধীরা।
মালদ্বীপ বর্তমানে নতুন করে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লড়াই করছে।