মাঝ আকাশে সংঘর্ষ, ২ মার্কিন ড্রোন বিধ্বস্ত (ভিডিওসহ)

বিধ্বস্ত দুটি ড্রোনের একটি ‘এমকিউ-নাইন রিপার’ এবং অপরটি ‘ইউএভি’ মডেলের। ছবি সংগৃহীত
সিরিয়ার উত্তর-পশ্চিমের ইদলিব প্রদেশে মাঝ আকাশে নিজেদের মধ্যে সংঘর্ষে দুটি মার্কিন ড্রোন বিধ্বস্ত হয়েছে। সংঘর্ষের ফলে ড্রোন দুটিতে আগুন ধরে যায় এবং ভূপাতিত হয়।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এয়ার ফোর্স টাইমস এক প্রতিবেদনে জানায়, গত মঙ্গলবার মার্কিন দুটি ড্রোন বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সূত্রগুলো বলছে, বিধ্বস্ত দুটি ড্রোনের একটি ‘এমকিউ-নাইন রিপার’ মডেলের। এটি সাধারণত হামলার কাজে ব্যবহার করা হয়। তবে পর্যবেক্ষণ ও গোয়েন্দা তৎপরতা চালানোর সক্ষমতাও রয়েছে এই ড্রোনের। এবং অপরটি ‘ইউএভি’ মডেলের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পরস্পরের মধ্যে সংঘর্ষে ড্রোন দুটিতে আগুন ধরে যায় এবং পরবর্তী সময়ে সেগুলো মাটিতে ভেঙে পড়ে।