পোল্যান্ডে স্কুল-জাদুঘর-সিনেমা হল বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের বিস্তারের আতঙ্কে শিক্ষাপ্রতিষ্ঠান, জাদঘর ও সিনেমা হল বন্ধ করে দিয়েছে ইউরোপের দেশ পোল্যান্ড।
এদিকে ইউরোপের আরেক দেশ ইউক্রেনের রাজধানী কিয়েভের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। পোল্যান্ডে এ পর্যন্ত ২৬ জন করোনায় আক্রান্ত হলেও কারো মৃত্যু হয়নি, খবর ডেইলি মেইল।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কিয়েভ কর্তৃপক্ষ চলতি মার্চের শেষ পর্যন্ত রাজধানীর সব স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো বলেছেন, ‘আগামীকাল (১২ মার্চ থেকে) আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া শুরু করব।
পোল্যান্ডের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল জরোসল মিকা জার্মানিতে এক মিশনে থাকাকালীন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক টুইট বার্তা জানিয়েছে। তাতে আরো বলা হয়, তাঁর অবস্থা এখন স্থিতিশীল ও সফরসঙ্গীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
পোল্যান্ড এরই মধ্যে জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ছাড়া প্রতিবেশী জার্মানি ও চেক প্রজাতন্তের সীমন্তে স্বাস্থ্য পরীক্ষা আরো জোরদার করা হয়েছে। ইউক্রেইন, বেলারুল ও লিথুনিয়ার মতো প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে।